১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার, দোকানদার বললেন চেয়ারম্যানের

0

রাজবাড়ীর পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আব্দুর রাজ্জাকের দোকান থেকে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এসব চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌর এলাকার বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আব্দুর রাজ্জাকের দোকান থেকে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারেরর পর আব্দুর রাজ্জাক জানান উদ্ধারকৃত সরকারি এসব চালের বস্তা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল তার দোকানে রেখেছেন।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাকের দেয়া তথ্য খতিয়ে দেখা হবে। চাল চুরির সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com