১০ টাকা কেজির চাল বিক্রি করে দিলেন আ.লীগ নেতা
পটুয়াখালীতে ১০ টাকা কেজির সরকারি চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে বাইরে বিক্রি করার দায়ে ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৬নং জৈনকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার ১০ টাকা কেজির সরকারি চাল বিক্রির ডিলারশিপ নেন। এরপর থেকে তিনি কার্ডধারীর কাছে চাল বিক্রি না করে অন্যত্র অধিক লাভে চাল বিক্রি করে আসছিলেন।
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, ডিলার ইব্রাহীম সরকারি আদেশ অমান্য করে ১০ টাকা কেজির সরকারি চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে অন্য দুই জন ক্রেতার কাছে বিক্রি করেন। এ ঘটনায় ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কর্তৃপক্ষ (খাদ্য বিভাগ) অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও লিখিত অভিযোগ পাইনি।
পটুয়াখালীর খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বিএম শফিকুল ইসলাম বলেন, ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি থানায় এসেছি।