সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ তিন জনের বাড়িতে ৪৫ বস্তা সরকারি চাল
সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩টি বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪৫ বস্তা সরকারি চালসহ দু্ই জনকে আটক করেছে পুলিশ-প্রশাসন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮ বস্তা চালসহ তার ছেলে রাজু আহম্মেদকে আটক করা হয়। এরপর পাশের আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১১ বস্তা চালসহ আকবর আলীকে আটক করা হয়।
এ ছাড়া এ দিন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের নান্দিনা গ্রামের সংরক্ষিত ৩নং নারী আসনের সদস্য আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য আছিয়া বেগম পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে।