বিরোধী দলের ওপর দমন-পীড়ন

0

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল তিতুমীর কলেজ ও বনানী ছাত্রদলের  যৌথ উদ্যোগে ‘দুস্থ-গরিব-কর্মহীন’ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধনের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এ সরকার জনসমর্থিত সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের কষ্টের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে। রাজশাহীতে ছাত্রদল নেতা আবদুল মালেককে গ্রেফতার করা হয়েছে। রিজভী আহমেদ বলেন, একদিকে সরকার গ্রেফতার-নির্যাতন এবং বিরোধী দলকে দমন-অব্যাহত রেখেছে। আর অন্যদিকে নিজের লোকদের লুটপাট করার সুবিধা করে দিচ্ছে। আমরা সরকারের নীতির তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ওপর যত অবিচার আসুক, অত্যাচার আসুক, আমরা নিরন্ন-দুস্থ মানুষের পাশে, কর্মহীন মানুষের পাশে থাকব-এটাই হচ্ছে আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাদের দৃঢ় প্রত্যয়। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা ইমাম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com