ত্রাণের চাল ঘরে রেখে বিক্রির সময় ধরা পড়লেন আ.লীগ নেত্রী

0

পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি চাল চুরি করে ঘরে রাখায় ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লিপি বেগমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ত্রাণের চালসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বালী।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ও মহিলা লীগের সভাপতি লিপি বেগম নিজ বাড়িতে রেখে সরকারি চাল বিক্রি করতেন। বুধবার তাকে চালসহ গ্রেফতার করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বালী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লিপি বেগমের বাড়ি অভিযান চালানো হয়। তার ঘর থেকে পাঁচ বস্তা সরকারি চাল ও তিনটি খালি বস্তা উদ্ধার করা হয়। ত্রাণের চাল চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com