৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার, আড়তদারের ছেলে আটক

0

পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বগা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা থেকে বগা এলাকায় ৪২ মেট্রিক টন সরকারি চাল নিয়ে একটি ট্রলার আসে। বগার মোতাহার হাওলাদারের আড়তে চাল তুলছিল শ্রমিকরা। পরে চাল ও ট্রলারসহ আড়তদারের ছেলে শাহজাহানকে (৩২) আটক করে পুলিশ।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বগা এলাকায় অভিযান চালিয়ে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার এবং ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com