রংপুরে টিসিবির উদ্ধারকৃত পণ্যের ডিলার যুবলীগ নেতা
রংপুর নগরীর পশ্চিম খাসবাগ ও বোতলা ক্লাব মোড় এলাকার দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধারকৃত টিসিবির পণ্যের ডিলার আজমল উদ্দিন ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আটককৃত ব্যবসায়ীরা জানিয়েছেন- আজমলের কাছ থেকে তারা টিসিবির পণ্য কিনে বাড়িতে মজুত করে রেখেছিলেন।
এদিকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আজমল উদ্দিনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজমলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এছাড়াও আজমলের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) সুজাউদ্দৌলা বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে গত শুক্রবার (১০ এপ্রিল) নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হালিম (৬২) নামে এক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৮ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এছাড়াও পরদিন শনিবার বোতলা বৈশাখী ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে টিসিবির ৫ লিটার ওজনের ৭ কার্টন ও ২ লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের দুই বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় লুৎফুর রহমানকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত এসব পণ্য ডিলার আজমল উদ্দিনের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন ওই দুই ব্যবসায়ী।