সাঈদীর মুক্তি চান দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট আলেমরা
করোনা পরিস্থিতিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিঃশর্ত মুক্তি চেয়ে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পটিয়া ও বোয়ালখালী উপজেলার স্বনামধন্য আলেমদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ ৫০ বছর দেশে-বিদেশে কুরআনের তাফসীর করেছেন। জাতীয় সংসদে তিনি দুবার নিজ এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তফসির শুনে ইসলামী জীবনযাপনে উদ্বুদ্ধ হয়েছে। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, লাখো তরুণ আলোর দিশা পেয়েছে, তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানা জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতিমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে বাশঁখালী উপজেলার শেখের খীলের পীর সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা মোহাম্মদ ইছহাক (দা.বা.), অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, প্রখ্যাত ওয়ায়েজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছিদ্দিক ফারুকী, অধ্যক্ষ মাওলানা আশরাফুজ্জামন, অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক, অধ্যক্ষ মাওলানা হাসান আহমদ ফারুকী, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনসারী, মাওলানা মনযুর আহমদ, অধ্যক্ষ মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা সৈয়দুল আলম, মাওলানা শাহ মুহাম্মদ ছফিউল্লাহ, আনোয়ারা উপজেলার বিশিষ্ট আলেম দীন অধ্যক্ষ মাওলানা মফজল আহমদ শরীফি, অধ্যক্ষ মাওলানা আব্দুচ ছালাম আনোয়ারী, মাওলানা আবুল কালাম, মাওলানা মুহাম্মদ নাছিম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা মুহাম্মদ এহছান, মাওলানা মুহাম্মদ তমিজ উদ্দিন, মাওলানা মোকতার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম, বোয়ালখালী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ এজহারুল ইসলাম, মাওলানা আজিজুল হক, মাওলানা জহুরুল হক, মাওলানা মোকতার হোসাইন, মাওলানা জহিরুদ্দিন কুতুবী, মাওলানা দিদারুল আলম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুহাম্মদ হাসান, মাওলানা এস এম কাউছার, পটিয়া উপজেলার প্রবীণ আলেমে দ্বীন ও এতদঅঞ্চলের বিখ্যাত ওয়ায়েজ মাওলানা হারুনুর রশিদ চরকানাই, মাওলানা শওকত, মাওলানা জাবেরুল ইসলাম, মাওলানা ইসমাঈল কুতুবী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা সরওয়ার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আজমল হুদা, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ হাসান, হাফেজ মাওলানা ফয়সাল, মাওলানা মুহাম্মদ তাওহীদ প্রমুখ অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।