সিলেটের নর্থ ইষ্ট মেডিকেলে জেডআরএফ ড্যাবের পিপিই হস্তান্তর

0

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে সোমবার সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আফজাল মিয়া।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ড্যাব সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, জেডআরএফ সদস্য ডাঃ মোঃ শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডাঃ আবু সাকিব আবদুল্লাহ চৌধুরী এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জাহিদুল ইসলাম মুবিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com