সারাদেশে নিরন্ন মানুষের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ করবে বিএনপি

0

লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ নিয়ে ঢাকাসহ সারা দেশে নিরন্ন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো ইতিমধ্যেই মাসব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন দলের মহাসচিব মির্জা ফখরুলের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ত্রাণ বিতরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন করোনাভাইরাসের ছোবল থেকে জনগণকে বাঁচাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই ও সাবানসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এছাড়া তার উদ্যোগে গত ২৭ মার্চ হতে প্রতিদিন প্রায় ৫০ জন হতদরিদ্র মানুষের নিকট রান্না করা খাবার পৌঁছে দেয়া হচ্ছে যা চলমান থাকবে। এছাড়াও প্রফেসর ডা. জাহিদ ময়মনসিংহ মহানগর এবং দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর উপজেলা ও পৌরসভা সমূহে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com