কামারুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে জামায়াতের বিবৃতি

0

বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ এপ্রিল এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক মামলায় জনাব মুহাম্মাদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার এই দণ্ডের বিরুদ্ধে দেশ এবং বিদেশ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়। জাতিসঙ্ঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা তার মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানায়। তা অগ্রাহ্য করে ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।’

তিনি আরো বলেন, ‘মুহাম্মাদ কামারুজ্জামান ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি লেখক, সাংবাদিক ও গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি অনেকগুলো মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধসমূহ যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মী ও দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।’

আমীরে জামায়াত বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘তার অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি তিনি যেন তার শাহাদাতকে কবুল করেন। তার পরিবার ও আত্মীয়-স্বজনকে তার আদর্শ অনুযায়ী চলার তাওফিক দান করেন। আমি দেশবাসীকে তার রেখে যাওয়া ইসলামী আন্দোলনে শরিক হওয়ার আহবান জানাচ্ছি।”
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com