সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বিএসএফ’র
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতীয় এলাকায় পাখিউড়া ক্যাম্পের তেঁতুলে ঘাটের ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে বিএসএফ সদস্যরা।
মৃত আমির হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুর গ্রামের টাঙ্গাইল পাড়ার বেলাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর ও মৃত ব্যক্তির ভগ্নিপতি খন্দকার আব্দুল করিম।
তারা জানান, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে ৭-৮ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় তারা ভারতের নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ টহল দলের সামনে পড়ে। তাড়া খেয়ে অন্যরা পালিযে এলেও আমির হোসেন ধরা পড়ে। সীমান্তের এপার থেকে তার চিৎকার শোনা যাচ্ছিল। এরপর থেকে গত ৩-৪ দিন সে নিখোঁজ ছিল।
এদিকে বিএসএফের উদ্ধার করা লাশটি কোনও বাংলাদেশি কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল কামরুল আহসান।