করোনা আক্রান্ত সাংবাদিকদের খোঁজখবর রাখছে বিএনপি
দেশবাসীর পাশাপাশি করোনা আক্রান্ত সাংবাদিকদের খোঁজখবর রাখছে বিএনপি। দলের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বিভিন্ন হাসপাতালে ভর্তি সাংবাদিকদের খোঁজখবর নিচ্ছেন ।
ডা. জাহিদ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের খোঁজখবর নিচ্ছেন।
তিনি বলেন, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে বেসরকারি টেলিভিশন যমুনার সাংবাদিক শাহাদাত হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তার জ্বর, শ্বাসকষ্ট ও কাশি স্ট্যাবল আছে। আজ আইসোলেশন ওয়ার্ডে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হতে পারে।
অসুস্থ সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নতুন করে করোনা আক্রান্ত সাংবাদিক এমদাদুল হক খানেরও খোঁজ খবর নিয়েছি।