করোনায় নতুন আক্রান্ত ১১২, মৃত্যু ১

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে একজনের এবং আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে এবং আক্রান্ত ৩৩০ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদফতরের আজকের ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৯৭টি। আইসোলেশনে পাঠানো হয়েছে ৩৭ জনকে। এ নিয়ে মোট আইসোলেশন সংখ্যা ১৩৫ জন। এ সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪৯ জনকে।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা ৬০-ঊধ্ব একজন পুরুষ।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার-৬২ জন, দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ ১৩ জন ও অন্যরা বিভিন্ন জেলার।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে ৩ জন।

গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com