ত্রাণ না বলে এটাকে আমরা কি সৌজন্য উপহার বলতে পারি না ?
আসুন আমরা ত্রাণ শব্দটি ব্যবহার না করে “সৌজন্য উপহার” বলতে শুরু করি,।
দেশে চলছে লকডাউন, শাটডাউন, জনতার কারফিউ,। তারপরও প্রতিদিন আতঙ্কে হিম সময় অতিক্রম করছে মানুষ,।সাময়িক সহযোগিতার দাবিদার শ্রমজীবী মানুষ গুলো আমাদের অপনজন, মেহমান,।
অনেকে বাহির হয়ে খুজেঁ আবার অনেকে নীরবে নিভৃত্বে অসহায় হয়ে থাকে,। তাঁরাও আমাদের মেহমান, আপনজন,।
ত্রাণ না বলে এটাকে আমরা কি সৌজন্য উপহার বলতে পারি না ?
আপনাকে দয়া নয়, বন্ধুত্বের উপহার,।
ত্রাণ শব্দটি পরিহার করি, সুন্দর ভাবে বন্ধুত্বের হাতবাড়াই