নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেই ত্রাণের জন্য বিক্ষোভ

0

নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেই খাবারের জন্য বিক্ষোভ করেছে নিম্ন আয়ের শতাধিক মানুষ।

বুধবার বেলা ১২ টায় কাশিপুর আমবাগান এলাকায় অসংখ্য মানুষ রাস্তায় এসে জড়ো হয়। ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার কাশিপুর এলাকায়।

জানা গেছে, সদর উপজেলার কাশিপুর ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী তাদের ভোটার আইডি নিয়ে খাবার দেওয়ার কথা বলেছিল। তার কথা অনুযায়ী খাবার আনতে গেলে মানুষ বেশি জড়ো হওয়ায়, তখন তিনি জানিয়ে দিয়েছেন, এতো মানুষকে খাবার দেওয়া সম্ভব না।  এর ফলে উপস্থিত লোকজন বিক্ষোভ করে।

নারায়ণগঞ্জে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। যে কারণে নারায়ণগঞ্জ করা হয়েছে লকডাউন। এতে করে গৃহবন্দী হয়ে পরেছে পুরো নারায়ণগঞ্জবাসী। গৃহবন্দী থাকার ফলে নিম্ন আয়ের মানুষের ওপর পরেছে ব্যাপক চাপ। এরই মধ্যে সদর উপজেলাধীন কাশিপুর আমবাগান এলাকার শত শত মানুষ লকডাউনের মধ্যেই রাস্তায় এসে বিক্ষোভ মিছিল করেছে।

তাদের দাবি, সাধারণ ছুটি ঘোষণার পরপরই অসহায় হয়ে পড়েছেন তারা। ঘর থেকে কাজে না যেতে পারায় অনেকেই না খেয়ে দিনযাপন করছেন। এ কারণে লকডাউন ভেঙে বাড়ির বাইরে এসে বিক্ষোভ করেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com