বাংলাদেশের অধিকাংশ ধনী মানুষ চোর-দুর্নীতিবাজ: আসিফ নজরুল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন- বাংলাদেশের অধিকাংশ ধনী মানুষ চোর, দুর্নীতিবাজ ও সুবিধাবাদী।

সোমবার (০৬ এপ্রিল) আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-  

বাংলাদেশে অধিকাংশ ধনী মানুষ হচ্ছে চোর, দূর্নীতিবাজ বা সুবিধাবাদী। তারপরও প্রনোদনা প্যাকেজ, বাজেট বা ব্যংকিং ব্যবস্থায় সবসময় এরা সুবিধা পেয়ে থাকেন। এবার করোনার প্রণোদনা প্যাকেজে তাই হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে প্রণোদনার নামে যে হাজার হাজার কোটি টাকা দেয়া হচ্ছে সেটা তো আমার, আপনার টাকা, জনগনের টাকা।

আমরা কি চাই প্রণোদনার নামে আমাদের টাকা যাক ধনিক লুটেরা গোষ্ঠীর কাছে। চাই না। আমারা চাই পশ্চিমবঙ্গ বা কেরালার মতো সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌছাক আমাদের টাকা। আমাদের প্রধানমন্ত্রী গরীব বান্ধব হিসেবে পরিচিত। প্রণোদনা প্যাকেজে উনি তাহলে এর প্রতিফলন রাখতে পারলেন না কেন?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com