টাঙ্গাইলে দুস্থদের মাঝে শ্রমিক দলের খাদ্যসামগ্রী বিতরণ

0

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলে অসহায় দুস্থদের মাঝে খদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা শ্রমিক দল।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক তত্বাবধানে এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় সদর উপজেলার মগড়া ইউনিয়নের দুইশত কর্মহীন নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ০৫কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ওষুধ প্রদান করা হয়।

মগড়া ইউনিয়নের কুইচবাড়ী ব্রাম্মণপাড়া স্কুল মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলনেতা ইন্জিঃ মাহাবুবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডলসহ ইউনিয়ন বিএনপি, ছাএদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com