ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, ইতালির জন্য খুবই ইতিবাচক খবর যে, অন্যান্য দেশের তুলোনায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে।
দেশটির সিভিল প্রোটেকশনের প্রধান কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ইতালিতে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। ১৯ মার্চ থেকে এ পর্যন্ত সর্বনিম্ন মৃত্যুর হার। এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যাও কমেছে।
দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২৯ জন আক্রান্ত হয়েছেন। এতে ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।