লকডাউন সত্ত্বেও ফ্রান্সে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে নিহত ২
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সে চলছে লকডাউন। সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অযথা বাইরে বের না হতে বলা হয়েছে। এর মধ্যেও দেশটিতে এক ছুরি হামলায় প্রাণ হারিয়েছেন দুই জন। আহত হয়েছেন আরো পাঁচ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর রোমানস-সুর-ইজের শহরে রোববার এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী একটি তামাকজাত পণ্যের দোকানে ঢুকে দোকানের মালিকদের ও এক ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে।
এরপর আরো দুটি দোকানে ঢুকে আরো দুজনের উপর হামলা চালায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসিকিউটররা জানিয়েছেন, হামলাকারীর বয়স ৩০-এর কোঠায়। তাকে একজন সুদানি শরণার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের সময় তিনি মেঝেতে হাটু গেড়ে আরবিতে প্রার্থনা করছিলেন।
ফ্রান্সের জাতীয় পুলিশ জোট সঙ্ঘের ড্যাভিড অলিভার রেভারডি জানান, গ্রেপ্তারের সময় ওই হামলাকারী পুলিশের কাছে তাকে মেরে ফেলতে বলেন। দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী প্রসিকিউটররা জানিয়েছেন, তারা এ ঘটনাটির সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালু করেছে।