ভারতে ভারী বর্ষণ ও বন্যা, চলতি বছরে ১৯০০ লোকের প্রাণহানি
ভারী বর্ষণ ও বন্যায় এ বছর ভারতে প্রায় ১৯০০ লোকের মৃত্যু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম। এছাড়া বন্যার কারণে নিখোঁজ রয়েছেন আরও ৪৬ জন।
এ ব্যাপারে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, এবছর বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশটির ২২ রাজ্যের ২৫ লাখ লোক আক্রান্ত হয়েছেন। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রে সর্বোচ্চ ৩৮২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। পাশাপাশি আহত হন ৩৬৯ জন। বন্যার কারণে নিজেদের আবাস ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হন ৭ লাখ ১৯ হাজার লোক। এছাড়া পশ্চিমবঙ্গে ২২৭ জন ও মধ্যপ্রদেশে ১৮২ জনের মৃত্যু হয়েছে।১৯৯৪ সালের পর এবছরই ভারতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর।
অপরদিকে বন্যায় পশ্চিমবঙ্গের ২২টি জেলা প্লাবিত হয়। ২২৭ জনের মৃত্যুর হয় বন্যায়। পাশাপাশি আহত হন ৩৭ জন। আর নিখোঁজ রয়েছেন আরও চার জন।
এছাড়া বিহার, মধ্যপ্রদেশ, কেরালা, গুজরাট, কর্নাটক, আসামেও বন্যা এবং ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।