যুক্তরাষ্ট্র এ্যাব সভাপতি তানভীর হাসান মারা গেছেন
মঙ্গলবার, মার্চ ৩১, বিকাল ৪টায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স হসপিটালে কোভিড ১৯ এ মারা গেছেন ইঞ্জিনিয়ার তানভীর হাসান খান প্রিন্স। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন।
তিনি স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
তিনি এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ—এ্যাব, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। নিউইয়র্কে বিএনপির সুপরিচিত মুখ। দলের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভূমিকা রাখতেন। স্বৈরাচার এরশাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথে তাঁর উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেছেন তাঁর সহকর্মীরা।
তাঁর মৃত্যু সংবাদে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। সর্বশেষ মার্চ ২৩, ২০২০, রাতেও তিনি কোভিড ১৯ নিয়ে সতর্কতামূলক পোস্ট দিয়েছিলেন।