১০০ পরিবারকে ২৫ কেজি করে চাল দিলেন কৃষক দল নেতা
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য এবং জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের উদ্যোগে জাজিরা উপজেলা নাওডোবা ইউনিয়নে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ১০০ পরিবারকে ২৫ কেজি ও অপর ১০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
মঙ্গল ও বুধবার দুদিনব্যাপী এ চাল বিতরণ করা হয়। এছাড়াও তিনি অন্যান্য এলাকায়ও অসহায়দের সাধ্যমতো সহায়তা করছেন।
এ ব্যাপারে হাজ্বী মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। শরীয়তপুর-১ আসনের জনগণকে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে বলছি। পাশাপাশি অসহায়দের সাধ্যমতো সহায়তা করছি। কারণ আজকে যারা চাল নিচ্ছেন, তারা পরিস্থিতির শিকার। তাই তাদের অবহেলা করা যাবে না। এ সকল অসহায় জনসাধারণকে সাহায্য দিয়ে কোনও ছবি তোলা যাবে না। এতে তাদের সম্মানহানি হতে পারে।’
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৫৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।