টাঙ্গাইলে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

0

করোনা ভাইরাসের প্রভাবে দেশে কর্মহীন এবং হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক দায়িত্ব পালন করেন।

টাঙ্গাইল শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড, বোয়ালী মাদ্রাসা প্রাঙ্গনে তিনশত মানুষের মাঝে এ সময় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে তিন কেজি চাল, দুইকেজি আলু. ১কেজি ডাল, সমপরিমাণ তৈল ও জীবানুনাশক সাবান দেওয়া হয়।

বিতরন কর্মসূচিতে জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো. শাফী ইথেন, সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক, আমিনুল ইসলাম সুমন, মোস্তফা কামাল, রাজীব হাসান নিপু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, প্রচার সম্পাদক রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক রাসেদ খান সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক দুর্জয় হৌড় শুভ, স্কুল বিষয়ক সম্পাদক মীর মাজেদুর রহমান সজীব, পাঠাগার সম্পাদক তানভির শাহীন, অর্থ সম্পাদক সুমন বাপ্পী, সাহিত্য সম্পাদক মো. মনসুর রহমান দোলন, উপজেলা ছাএদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর সুমন, সহ সভাপতি জাহিদ হোসেন, তানভীর রুবেল, ছাএদল নেতা কায়সার লিমন, শাকেরুল ইসলাম শাওনসহ অনেকে অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com