অভিযানে র্যাব নেতৃত্ব দিচ্ছে না: র্যাব মহাপরিচালক
দুর্নীতিবিরোধী অভিযানে র্যাব নেতৃত্ব দিচ্ছে না, বরং অনেকগুলো সরকারি সংস্থার মধ্যে একটি হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন এই বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে আছে র্যাব। যখনই প্রয়োজন হবে, প্রধানমন্ত্রীর নির্দেশে হাতে হাত মিলিয়ে র্যাব দায়িত্ব পালন করবে।
অবশ্য এর আগে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটি শুরু করেছে র্যাব এবং আমরা বলছি ক্যাসিনোতে অভিযান র্যাবই করবে।’
যুবলীগের নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেপ্তার করা নিয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধরি, সবকিছুরই উত্তর পাব।’
‘ক্যাসিনোর দায় পুলিশের একার নয়’, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার এ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘উনি এটা বলেছেন কি না আমার জানা নেই। তবে একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর এ ধরনের মন্তব্য করার কথা নয়।’
অভিযানে গ্রেপ্তার না হওয়া অপরাধীদের কোনো তালিকা র্যাব তৈরি করেছে কি না, এমন প্রশ্নে র্যাব মহাপরিচালক বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড়। এর সঙ্গে শুধু র্যাব জড়িত নয়।