সাবেক নারী এমপি ও তার স্বামী পুলিশ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

0

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফাতেমা তুজ্জহুরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। 

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন তথ্য ও বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।চিঠিতে আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার নাম উল্লেখ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও জানাতে বলেছে বিএফআইইউ। উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে কর্মরত রয়েছেন। আর তার স্ত্রী দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com