তাইওয়ান প্রণালীতে আবারো মার্কিন যুদ্ধজাহাজ

0

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আমেরিকার এ উস্কানিমূলক তৎপরতায় অবধারিতভাবে চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সপ্তম নৌবহর এর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে যে, গত বুধবার ইউএসএস ম্যাকক্যাম্পবেল নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র অ্যান্থনি জাংকো দাবি করেন, আন্তর্জাতিক আইন মেনেই রুটিন অভিযানে তাদের যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে যায়। তিনি তার ভাষায় আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুসরণ করে আমেরিকা বিশ্বের যেকোনো জায়গায় বিমান কিংবা যুদ্ধজাহাজ পাঠাবে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী পার হওয়ার ঘটনাকে সমর্থন করে বলেছেন, স্পর্শকাতর পানিপথের এই অভিযান একটি সাধারণ ব্যাপার এবং এতে সতর্ক হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com