লকডাউনের সময় মসজিদে গিয়ে নামাজ পড়বো কিনা?

0

লকডাউনের সময় মসজিদে গিয়ে নামাজ পড়বো কিনা?

আবদুস শহীদ নাসিম
——————————
প্রশ্ন: আসসালামু আলাইকুম। আপনি জানেন, করোনা মহামারীর কারণে সারাদেশে লকডাউন চলছে। ঢাকা শহরে এটা কড়াকড়িভাবে কার্যকর। সরকার থেকে সবাইকে ঘরে অবস্থান করতে বলা হচ্ছে। চিকিৎসকরাও তাই বলছেন। এখন সরকার আর চিকিৎসকদের কথায় কি আমরা মসজিদে যেয়ে নামাজ পড়া বাদ দেবো? আশা করি এ বিষয়ে আমাদেরকে ইসলামের বিধান জানাবেন।

জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুললাহ। আপনার
প্রশ্নের জবাব হলো:

০১. ইসলামি মানবাধিকার বিধানের অন্যতম মূলনীতি হলো: “তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিওনা।” (আল কুরআন ০৪: ২৯)
০২. রসুলুল্লাহ সা বলেছেন: “কোনো এলাকায় মহামারী দেখা দিলে কেউ যদি আল্লাহর কাছে আশা নিয়ে সবরের সাথে ঘরে অবস্থান করে, সে একজন শহীদের মর্যাদা লাভ করবে।”
(মুসনাদে আহমদ)
০৩. রসুলুল্লাহ সা আরো বলেছেন: “কোনো এলাকায় মহামারী দেখা দিলে তোমরা সে এলাকায় যেওনা। আর ঐ এলাকায় থাকলে সেখান থেকে বের হয়োনা।” (বুখারী ও মুসলিম)

সুতরাং একথা পরিষ্কার হলো যে,

০১. মহামারী এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তাই আক্রান্ত হবার আশঙ্কা থাকলে নামাজের জামাতে জড়ো হওয়া যাবেনা।
০২. জামাতে গেলে সেখান থেকে ঘরে ফিরে আসা যাবে না, যতোদিন না প্রমাণ হয় আপনি ভাইরাসমুক্ত।
০৩. মহামারীর প্রকোপের সময় ঘরে অবস্থান করাই উত্তম। কারণ তাতে শহীদের মর্যাদা পাওয়া যাবে।
০৪. যে কাজ জীবন হানিকর, সে কাজ ইসলামে নিষেধ।
০৫. অতএব, মসজিদে গিয়ে নামাজ পড়া আপাতত স্থগিত রেখে ঘরে নামাজ পড়া কর্তব্য।

এ বিষয়ে জানতে অনেকই প্রশ্ন করেছেন। আশা করি এ জবাবের মাধ্যমে সবাই দিক নির্দেশনা পেয়ে যাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com