বাঘ ও ষাঁড়ের মুখোশ পরে ডাকাতি

0

রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ। সকলকে বোকা বানিয়ে ভেতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা। চুরি যাওয়া গয়নার মোট অর্থমূল্য ১৩ কোটি টাকা।

ঘটনা ভারতের তামিলনাডুর তিরুচিরাপল্লির। সেখানকার জনপ্রিয় ললিতা শোরুমের একদিকের দেওয়াল ফুটো করে ঢুকে পড়ে ঐ দুই ডাকাত। মঙ্গলবার রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ।

দোকানের অন্যতম মালিক কিরণ কুমার জানিয়েছেন, ‘সব মিলিয়ে ৩০ কেজি ওজনের ৮০০টির মতো সোনা ও প্লাটিনামের গয়না ডাকাতি হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি টাকা’

পুলিশ জানিয়েছে, কুকুররা যাতে কোনো গন্ধ না পায়, সেজন্য তারা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গিয়েছে। অথচ ঐ শোরুমে প্রহরারত ছিল ছয় জন রক্ষী। তাদের সবাইকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com