ইরানে বন্দি অবস্থায় মারা গেছে সাবেক এফবিআই এজেন্ট রবার্ট লেভিনসন, দাবি পরিবারের
২০০৭ সাল থেকে এই মার্কিনি ইরানি গোয়েন্দাদের হাতে বন্দি ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।
দেশটির কুশ দ্বীপ থেকে তাকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটির কোন নাগরিকের এটাই সব চেয়ে দীর্ঘ সময় বন্দি থাকার ঘটনা।
১৯৯৮ সালে এফবিআই থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি একটি অনুমোদিত সিআইএ মিশনের হয়ে কাজ করছিলেন। সিগারেট নকল করার ওপর তিনি নজর রাখছিলেন।
মার্কিন কর্মকর্তারা সন্দেহ করেন, বার্গেনিং এজেন্ট বানাতে তাকে অপহরণ করে থাকতে পারে ইরান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি লেভিনসনের মৃত্যু মেনে নিতে পারছেন না। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ইরান প্রতিজ্ঞা রক্ষা করেনি।