যুক্তরাজ্যের কারাগারে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত ১৯
করোনভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের কারাগারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই বন্দির বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি যৌন অপরাধী ছিলেন। এ ছাড়া দেশটির বিভিন্ন কারাগারে আক্রান্ত হয়েছেন ১৯ জন বন্দি।
তিনি যুক্তরাজ্যের অন্যতম প্রবীণ বন্দি ছিলেন। তিন দিন আগে কেমব্রিজশায়ারের এইচএমপি লিটলহে করোনভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
এটি বোঝা যায় যে মারাত্মক এই ভাইরাস কেবলমাত্র ওই ব্যক্তির মধ্যেই সনাক্ত করা হয়েছিল, তবে নাম প্রকাশ করা হয়নি। তিনি কারাগারের সি ক্যাটাগরির বন্দি ছিলেন।
একটি সূত্র দ্যা সানকে জানায়, সি ক্যাটাগরির কারাগারের এক কক্ষে একাধিক বন্দি থাকতেন। তার সাথে থাকা অন্য বন্দিদের কেউ বা কারাগারের কর্মকর্তাসহ অন্যরা আক্রান্ত হয়েছে কি না তা পরিষ্কার নয়।
যুক্তরাজ্যের আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছে যে ১০টি কারাগারে ১৯ জন বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
গত বুধবার ঘোষণা করা হয়েছিল যে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে করোনাভাইরাসের বিস্তার হ্রাস করার জন্য কারাগার পরিদর্শণ বন্ধ করে দেয়া হবে।