করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জন
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ মার্চ মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়মিত হালনাগাদে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বাহিনীর ৫৯ বেসামরিক কর্মী, ৬১ জন বাহিনীর ওপর নির্ভরশীল সদস্য এবং ২৭ ঠিকাদারও রয়েছেন।
জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ২৭৪। এর মধ্যে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্ব গঠিত হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্সের এক কর্মীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর মাইক পেন্স ও তার পরিবারের সদস্যদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।