এবার মিয়ানমারে করোনার থাবা, ২ রোগী শনাক্ত

0

এবার মিয়ানমারে থাবা বসালো করোনাভাইরাস। দেশটিতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের দুইজন রোগী শনাক্ত হয়েছে। ওই দুইজনই সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ফিরেছেন বলে জানা গেছে।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ও যুক্তরাজ্য থেকে আসা ২৬ বছর বয়সী এক ব্যক্তি, উভয়েই মিয়ানমারের নাগরিক এবং পরীক্ষায় তাদের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দুইজনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তে তদন্ত চলছে।এদিকে, করোনাভাইরাসে দুইজন শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে আতঙ্ক শুরু হয়ে যায় আর ক্রেতারা বড় বড় সুপারমার্কেটগুলোতে ভিড় জমাতে শুরু করে।

উল্লেখ্য, উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১৮ হাজার ২৯৫ জনের। মোট আক্রান্ত ৪১ লাখ ৪৬৫ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com