সাড়ে সাত মাস পর মুক্ত ওমর আবদুল্লাহ
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মুক্তি পেয়েছেন। এর দশদিন আগে তার বাবা ফারুক আবদুল্লাহও মুক্তি পেয়েছিলেন। গতকাল শ্রীনগরের জেল থেকে ছাড়া পান ওমর। কাশ্মীর উপত্যকার বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই গ্রেপ্তার ছিলেন ওমর। সাড়ে সাত মাসেরও বেশি সময় পরে মুক্তি পেলেন কাশ্মির ন্যাশনাল কনফারেন্সের এই নেতা।
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে চলা বিক্ষোভ বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল সকালে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে একরকম জোর করেই তাদের সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিত্সার দায়ভার যে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপরে তাদের নিরাপত্তার বিষয়টিকে খর্ব করার অভিযোগে দুই মন্ত্রী স্মৃতি ইরানি ও পীযূষ গয়ালকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিক সরকার। গতকাল এমনই দাবি জানায় বিরোধী দল কংগ্রেস।