করোনা সংক্রমণের জন্য এশিয়ান আমেরিকানরা দায়ী নয়: ট্রাম্প
করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়া বংশোদ্ভূতদের দায়ী করা উচিত নয়, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, কভিড-১৯ সংক্রমণের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়া বংশোদ্ভূতদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং তাদের শারীরিকভাবে হেনস্তা করার ঘটনার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সেখানে এশিয়ান আমেরিকানদের প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা মানুষ হিসেবে দারুণ। সংক্রমণের জন্য কোনোভাবে তারা দায়ী নয়। তাদের সুরক্ষার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সংকট উত্তরণে তারা আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা একসঙ্গে সফল হব।’
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৯৩ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ১০৪৪ জন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের মারা গেছে ৬১০ জন। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সব কটিতেই করোনা ছড়িয়ে পড়েছে। পুরো দেশ তিন সপ্তাহের জন্য লকডাউন করে দেয়া হয়েছে।