করোনায় ভা‌ড়ি ভাড়া মওকুফ, দুর্যোগকালীন ভাতা প্রদানের দাবি

0

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুর্গত মানুষের বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফের দাবি জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধ‌নে এ দা‌বি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুর্গত মানুষের স্বার্থে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফ, সরকারের ভর্তুকি সাপেক্ষে ভাড়াটিয়াদের দুর্যোগকালীন মাসের ভাড়া মওকুফ, নিম্নবিত্ত মানুষের মাসের ঋণের কিস্তি মওকুফ, ই- রেশন চালু এবং দুর্যোগকালীন ভাতা প্রদান কর‌তে হ‌বে।

সরকারকে আহবান জা‌নিয়ে বক্তারা আরো ব‌লেন, করোনাভাইরা‌সের কা‌রণে ইতোমধ্যে ঢাকার দোকান, মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এসব বন্ধ হওয়ার ফলে মানুষের আয়ের উৎস ক‌মে যাবে। মানুষ আ‌র্থিক সঙ্কটে পর‌বে যার কার‌ণে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফ, সরকারের ভর্তুকি ব‌্যবস্থা কর‌তে হ‌বে।

বা‌ড়ির মা‌লিক‌দের উ‌দ্দেশ‌্য বক্তারা আরো বলেন, দে‌শের এই দুর্যোগকালীন সময় সবাই‌কে সবার পা‌শে দাড়া‌তে হ‌বে। তাই বা‌ড়ির মা‌লিকরা যেন দুর্যোগকালীন সময় বা‌ড়ি ভাড়া মওকুফ ক‌রে দেয়।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সংগঠনের নেতারা অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.