কাজলের নিখোঁজ হওয়ার ভিডিও প্রকাশ করল অ্যামনেস্টি
ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভিডিও ফুটেজসহ একটি বিবৃতি প্রকাশ করেছে।
শনিবার ভিডিও ফুটেজ ও বিবৃতি প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেছেন, সিসিটিভি ফুটেজে ধরা পড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সন্দেহজনক আচরণ স্পষ্টতই প্রমাণ করে কাজলের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর মাত্র একদিন পরই তাকে অনুসরণ করা হচ্ছিল। ওইদিনের পর থেকেই আর তার দেখা মেলেনি এবং তার ভাগ্যে কী ঘটেছে বা কোথায় আছেন কিছুই জানা যায়নি।
গত ১০ মার্চ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম তার বকশিবাজারের বাসা থেকে দৈনিক পক্ষকাল কার্যালয়ের উদ্দেশে বের হন। তিনি হাতিরপুলের মেহের টাওয়ারের কার্যালয়ে পৌঁছান বিকেল সোয়া ৪টার দিকে। পৌনে সাতটা থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি।
তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী পরদিন চকবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আদালতের হস্তক্ষেপে চকবাজার থানায় শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক অপহরণের মামলা দায়ের করেন।
যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া গ্রেপ্তারের পর শফিকুল যুব মহিলা লীগ নেত্রী ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিভিন্ন ছবি ও এ সম্পর্কে পোস্ট দিচ্ছিলেন। গত ৯ মার্চ সাংসদ সাইফুজ্জামান শেখর ডিজিটাল নিরাপত্তা আইনে ৩২জনকে আসামি করে মামলা করেন। শফিকুল ওই মামলার একজন আসামি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৫টা ৫৯ মিনিট থেকে ৬টা ৫ মিনিটের মধ্যবর্তী ৬ মিনিট সময়ে তিনজন ব্যক্তি আলাদা আলাদাভাবে কাজলেন মোটরবাইকটির কাছে যায়। দেখে মনে হচ্ছে, তারা মোটর সাইকেলে কিছু একটা লাগাচ্ছেন। এরপর ৬টা ১৯ মিনিটে কাজলকে অন্য একজন ব্যক্তির সঙ্গে অফিস থেকে বের হয়ে নিজের বাইকের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে তিনি ফিরে আসেন এবং সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে একা বাইকে চড়ে চলে যান। এর পর তাকে আর দেখা যায়নি। তিনি যখন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান, তার একটু পর তার পেছনে কাউকে ছুটে যেতে দেখা যায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, অ্যামনেস্টি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে শুনেছি। তবে ওই ফুটেজ থেকে কাউকে শনাক্ত করা হয়নি।
অ্যামনেস্টির সাদ হাম্মাদি বলেন, কাজল কোথায় কী অবস্থায় আছেন তা অতিসত্বর প্রকাশ করতে এবং যদি রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়ে থাকে তাহলে দেরি না করে তাকে মুক্তি দিতে আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।