দেশব্যাপী লকডাউনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
মহামারী কভিড-১৯ করোনাভাইরাস আতঙ্কে অবশেষে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সমস্ত ক্যাফে, পানশালা, রেস্তোঁরা, জিম, নাইটক্লাব, প্রেক্ষাগৃহ ও অবকাশ কেন্দ্রসহ অনুরূপ স্থানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে নির্দেশ কার্যকর হওয়ার কথা। এর আগে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল।
ব্রিটেনে ১২ হাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে পুরো যুক্তরাজ্য জুড়ে। আপাতত শারীরিকভাবে দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারি দেওয়া যাবে।প্রত্যেক মাসেই অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা রেস্টুরেন্টে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করেন সর্বোচ্চ ২৫০০ পাউন্ড মাসে অর্জন করেন তাদের বেতনের ৮০ ভাগ সরকার দিবে বলে চ্যান্সলর ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন।