আফগানিস্তানে পুলিশ সদস্যদের হামলায় ২৪ সেনা নিহত
আফগানিস্তানে ৬ পুলিশ সদস্যের হামলায় দেশটির নিরাপত্তাবাহিনীর অন্তত ২৪ সেনা নিহত হয়েছে। দুই আফগান কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র রহমতুল্লাহ ইয়ারমাল জানান, শুক্রবার ভোরে ছয় পুলিশ সদস্য ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘাঁটিটি প্রাদেশিক পুলিশ ও সেনাদের যৌথ সদর দফতর।
তিনি বলেন, পুলিশে অনুপ্রবেশকারী ছয় জন গুলিবর্ষণ শুরু করলে ঘুমন্ত অবস্থায় ২৪ আফগান পুলিশ ও সেনা শহীদ হয়েছেন।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে প্রাদেশিক কাউন্সিল প্রধানের বরাতে নিহতের সংখ্যা ২০ জন এবং হামলাকারীর সংখ্যা ৮ জন উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ৪ সেনা সদস্য নিখোঁজ। হামলাকারীদের সঙ্গে তালেবানের যোগসূত্র রয়েছে।
এএফপি’র খবরে বলা হয়েছে, একটি পিকআপ ট্রাকসহ দুটি সামরিক যান নিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গেছে তারা।