‘আপনি নিরাপদ থাকলে দেশ নিরাপদ’
অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে, সঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়েছে পাকিস্তানে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইমরান খানের সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান অনেকটা নিরুপায় হয়েই গত সপ্তাহে বলেছেন, ‘কী করতে পারি আমি? সব লকডাউন করে দেবো? তাহলে আমার দেশের মানুষ না খেয়ে মরবে।’ বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষাকে গুরুত্ব দেয়ার কথা বলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। একই কথা বললেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। গতকাল পিসিবির অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে করোনা ভাইরাস নিয়ে পাকিস্তানি জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছেন আফ্রিদি। ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘স্বাস্থ্য স্বাস্থ্যই। করোনা মোকাবিলায় আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
হাঁচি-কাশির পর কিংবা খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাতে অ্যালকোহলিক স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হাঁচি-কাশির সময় টিস্যু পেপার ব্যবহার করুন। এরপর সেটি ডাস্টবিনে ফেলে দিন। আপনি নিরাপদ থাকলে দেশও নিরাপদ থাকবে।’
পাকিস্তানে এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। এদের মধ্যে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম। গতকাল করোনার তৃতীয় শিকার ৭৭ বছর বয়সী এক ব্যক্তি। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ওই ব্যক্তির ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ছিল।