দেশের সব আদালত বন্ধে রিটের পরবর্তী শুনানি ২৩ মার্চ
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস ইস্যুতে কোর্ট বন্ধের আবেদনের বিষয়ে পরবর্তী শুনানি ২৩ মার্চ হবে বলে দিন ঠিক করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এ দিন ঠিক করা হয়। এর আগে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আদালত বন্ধের বিষয়ে সব বিচারপতিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার করোনা থেকে সুরক্ষায় সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন ল’ অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। সেই সঙ্গে বিদেশফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।