করোনা আতঙ্কের মধ্যে চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাক প্রেসিডেন্ট দুদিনের সফরে সোমবার চীন গেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আরিফ আলভি জানিয়েছেন, চীনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য তিনি বেইজিং সফরে গেছেন। এছাড়া, পাকিস্তানে কিভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে চীনের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট আলভি।

গত সোমবার তিনি চীন সফরে যান। এ সফরে চীন ও পাকিস্তানের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং এ লড়াইয়ে বেইজিং বিজয়ী হবে। দুপক্ষই কোভিড-১৯ ভাইরাসকে মানবতার জন্য অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ মনে করছে এবং এ সংকট মোকাবেলা করার জন্য সব দেশকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com