সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ করার প্রস্তাব
ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে টেস্ট দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে পেতে চায় বাংলাদেশ। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই বাঙ্গারের ওপর দলের ব্যাটিংয়ের দায়িত্ব দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যানকে এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী, ‘আমরা বাঙ্গারের সঙ্গে কথা বলেছি। তবে এখনো কিছু নিশ্চিত হয়নি।’ এ বিষয়ে আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বোর্ডের আশা ছিল নিল ম্যাকেঞ্জিকে এই দায়িত্ব দেওয়ার। তিনি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেট দলের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার সব ফরম্যাটের ক্রিকেটে দায়িত্ব নিয়মিতভাবে নিতে চান না। ‘ম্যাকেঞ্জি সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্বে রয়েছেন। যতক্ষণ না আমরা টেস্ট ক্রিকেটের জন্য ব্যাটিং কনসালটেন্ট পাচ্ছি ততক্ষণ আশা করব এই দায়িত্ব তিনি সামলাবেন’ বলেছেন বিসিবি সিইও। বাঙ্গার রাজি হলে ১১০ দিনের চুক্তি হবে জুন ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। ২০১৪ থেকে পাঁচ বছর ভারতের সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ৪৭ বছর বয়সী বাঙ্গার। নিজে টেস্ট খেলেছেন ১২টি, ওয়ানডে ১৫টি।