দর্শকশূন্য মাঠে প্রিমিয়ার লিগ!
আগামী ৩০ জুনের মধ্যেই ইউরোপের সব লিগের সমাপ্তি চায় উয়েফা। এক বিবৃতিতে আগের দিন এমন অনুরোধই করেছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। আর তাদের অনুরোধে নতুন গুঞ্জন উঠেছে শেষ ৯২টি ম্যাচ ‘বন্ধ দরজায়’, দর্শকশূন্য মাঠে ফের আয়োজনের কথা ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্র্তৃপক্ষ। এমন সংবাদ প্রকাশ করেছে ইংলিশ ট্যাবলয়েড দ্য সান।
তবে আগের মতো হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হবে বাকি ম্যাচগুলো। নির্দিষ্ট তিন থেকে চারটি মাঠে আয়োজনের কথা ভাবছে তারা। তবে ভেন্যুগুলো দেশের মাঝামাঝিতে হতে পারে। প্রতিটি ম্যাচই হবে আলাদা সময়ে। আর প্রত্যেক দলই খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। সমর্থকদের জন্য প্রতিটি খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
আর এমনটা হলে প্রতিদিনই থাকবে ম্যাচ এবং প্রতি তিন দিন পরপর একটি দলের খেলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি সম্পূর্ণ আলোচনাধীন রয়েছে। আজ ক্লাবগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা সভায় বসার কথা রয়েছে। ইপিএল স্থগিত রয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। সভায় ক্লাবগুলো রাজি হলে এরপরই ফের শুরু হতে পারে এ লিগ।
আর লিগ শুরু হলে লাভবান হবে লিভারপুল। ১৯৯২ সালে প্রিমিয়াম লিগ নামকরণের পর একবারও শিরোপা জিততে পারেনি প্রাচীন এই ক্লাবটি। অথচ প্রতিযোগিতাটি যখন ইংলিশ প্রথম বিভাগ নামে ছিল, তখন জিতেছিল রেকর্ড ১৮ বার। লম্বা সময় এবারই প্রথম ট্রফি জয়ের খুব কাছাকাছি চলে এসেছে তারা। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। তাদের চেয়ে ২৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে মাঝপথে থেমে যাওয়ায় আটকে গেছে তাদের স্বপ্ন। আর মাত্র ২টি জয় পেলেই হাতে উঠবে শিরোপা।
ইংলিশ সরকার অবশ্য করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫০ জন। এর মধ্যে মারা গেছে ৭১ জন। আক্রান্ত হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ও চেলসি ফরোয়ার্ড হুডসন-ওডোইসহ বেশ কিছু খেলোয়াড়-কর্মকর্তা। যদিও তারা সেরে ওঠার পথে।
উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা ৩০ জুনের মধ্যে চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ, বিভিন্ন দেশের কাপ লড়াইগুলোও শেষ করতে হবে। নয়ত আগামী মৌসুমের লিগ শুরু করা কঠিন হয়ে পড়বে সবার জন্য। এসব চিন্তা করেই ইউরো পুরো এক বছর পিছিয়ে ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত নেয় উয়েফা। মঙ্গলবার সভা শেষে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘সব ইউরোপিয়ান ঘরোয়া ফুটবল শেষ করার পুনর্নির্ধারিত তারিখ ৩০ জুন ২০২০ ঠিক করা হয়েছে। অবশ্যই পরিস্থিতির ওপর নির্ভর করছে ফুটবলের মাঠে ফেরা। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ পিছিয়ে গেছে বলে আগামীবারের বাছাইপর্ব নতুন তারিখে হবে, যা এখনো নির্ধারণ হয়নি। এ নিয়ে ৩০ জুনের পর একটি কমিটি নতুন দিন-তারিখ ঠিক করার জন্য সভা করবে।’
উয়েফা এটাও নিশ্চিত করেছে, মৌসুম শেষের নতুন তারিখের কারণে লিগের ম্যাচগুলো সপ্তাহের মাঝামাঝি এবং ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ম্যাচগুলো সপ্তাহান্তে আয়োজিত হতে পারে।