বাংলাদেশসহ কয়েকটি দেশের কঠোর পদক্ষেপ চায় ডব্লিউএইচও
করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি মারাত্মক হয়ে ওঠায় বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি কঠিন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে এ অঞ্চলের দেশগুলোকে এখনই পদক্ষেপ নেয়ার জন্য সতর্কবার্তা জানানো হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, করোনা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রতিদিন এ অঞ্চলগুলোতে মরণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ছে। এখনই কোভিড-১৯ প্রতিহত করতে যে আমাদের আরও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে সেটিও স্পষ্ট।