করোনা আতঙ্কের মধ্যেই চীন সফরে পাক প্রেসিডেন্ট

0

করোনার আঁতুড়ঘর চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে পাক প্রেসিডেন্ট চীনে গেলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

সোমবার চীনের উদ্দেশে ইসলামাবাদ ছাড়েন ড. আরিফ আলভি।

পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ড. আরিফ আলভির প্রথম চীন সফর।

প্রেসিডেন্টের চীন সফর প্রসঙ্গে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়েছে, চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পক্ষীয় সহযোগিতা জোরদার করতে চীন সফরে গেলেন ড. আরিফ আলভি। এই সফরে দুই দিন থাকবেন তিনি। এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও এই সফরের মধ্য দিয়ে করোনাভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেবেন ড. আলভি।

পাক প্রেসিডেন্টের সঙ্গে ধেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পরিকল্পনা, উন্নয়ন ও স্পেশাল ইনিশিয়েটিভবিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং আরো কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com