করোনা কেড়ে নিলো ২১ বছর বয়সী ফুটবল কোচের প্রাণ

0

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের ২১ বছর বয়সী ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছেন, গার্সিয়ার লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) ছিল। করোনা টেস্ট করানোর সময় ধরা পড়ে সেটি। ধারণা করা হচ্ছে, করোনার শিকার হওয়া ইউরোপের সবচেয়ে কম বয়সী ব্যক্তি তিনি। গার্সিয়া স্পেনের মালাগার ‘অ্যাটলেটিকো পোরটাডা আল্টা’ ক্লাবের জুনিয়র দলের কোচ ছিলেন।

এক বিবৃতিতে গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব অ্যাটলেটিকো পোরটাডা আল্টা। তরুণ এই কোচের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে তারা।

স্পেনে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এখন অবধি ৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২৯৭ জন।

দেশটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতেও শীর্ষ লীগ স্থগিত। স্থগিত হতে পারে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকা। ইউরোর ব্যাপারে আজ (মঙ্গলবার) এক জরুরি বৈঠকে বসবে ইউরোপিয়ান ফুটবলের অভিবাবক সংস্থা উয়েফা। ইতালি ইতিমধ্যেই উয়েফাকে ইউরো পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com