বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। বাংলাদেশেও এরইমধ্যে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র পূর্বাভাস নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। সংস্থাটি বলছে, করোনা ভাইরাস সম্ভাব্য সবচেয়ে খারাপ দিকে গেলে বাংলাদেশ ৩০২ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। এ ছাড়া, পরিস্থিতি এমন হলে প্রায় ৯ লাখ কর্মসংস্থান কমে যেতে পারে। সংস্থাটির পর্যালোচনায় আরো বলা হয়েছে, বিশ্ব সবচেয়ে ভালোভাবে এই ভাইরাস সংক্রমণ সামাল দিতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে ৮০ লাখ ডলার। আর মোটামুটি ভালোভাবে অর্থাৎ সংক্রমণ তীব্র হওয়ার তিন মাসের মাথায় পরিস্থিতি স্বাভাবিক করা গেলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে এক কোটি ৬০ লাখ ডলার, যা জিডিপির দশমিক ০১ শতাংশ।
এডিবির প্রতিবেদন অনুযায়ী করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে পাঁচটি খাতে করোনার প্রভাব বাংলাদেশে বেশি পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হবে, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাতে।
এই খাতে ১১৪ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। এ ছাড়া কৃষিখাতে ৬৩ কোটি ডলার ক্ষতি, হোটেল, রেস্তোরাঁ ও এ-সংক্রান্ত সেবাখাতে প্রায় ৫১ কোটি ডলার, উৎপাদন ও নির্মাণ খাতে প্রায় ৪০ কোটি ডলার এবং পরিবহন খাতে সাড়ে ৩৩ কোটি ডলার ক্ষতি হবে।