ইরাকে আইএসের হামলায় ২ মার্কিন সেনা নিহত

0

রাকে আইএস বিরোধী অভিযানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। রবিবার উত্তর-মধ্য ইরাকের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এবিসি জানায়, সোমবার বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

তারা জানায়, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএসবিরোধী অভিযানে গেলে এই ঘটনা ঘটে। আইএসের অতর্কিত মিসাইল হামলায় ওই দুই মার্কিন সেনা নিহত হয়।

চলতি বছরে ইরাকে এটিই প্রথম কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা।

ডিসেম্বরে উত্তর ইরাকে একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন টিকাদার নিহত হয়। ইরান সমর্থিত বাহিনী কাতায়িব হিজবুল্লাহ এই হামলা চালায় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.