নারী দিবসে তিশা
গেল কয়েক বছর ধারাবাহিক নাটকে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আসছে নারী দিবসে ‘ছেলেরা এমনই হয়’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তিশার বিপরীতে আছেন শামীম হাসান সরকার। আগামী ৮ই মার্চ নারী দিবসে বাংলাভিশনে প্রচার হবে এটি। তিশা বলেন, টিভি নাটকে অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রকে প্রাধান্য দিয়ে আসছি। এই নাটকটিও তেমনি।এ বছরের নারী দিবসের জন্য বিশেষভাবে নির্মিত এই নাটকটি কিছুটা কমেডি ঘরানার। তবে নাটকের শেষ প্রান্তে দর্শকের জন্য একটি বার্তাও থাকছে। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিনয় করছেন এ অভিনেত্রী। আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘হলুদ বনি’ চলচ্চিত্রটি। যৌথ প্রযোজনার এ ছবি ছোট পরিসরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাবে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায় চৌধুরী। তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার পরমব্রত ও পাওলি দাম প্রমুখ।